চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কলেজ ছাত্র জামসেদুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ১১ মাস পর সাবেক রেলমন্ত্রী মজিবুল হককে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৮০ জনসহ ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের চাচা মো. আইয়ুব মিয়াজী।
তথ্যটি ১ জুলাই মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মেদ।
মামলার এজাহারে বাদী মো. আইয়ুব মিয়াজী উল্লেখ করেন, নিহত জামসেদুর রহমান তার ভাই জালাল আহাম্মেদ মিয়াজীর সন্তান। জামসেদ কুমিল্লার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো। এছাড়াও সে কোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট তার ভাতিজা জামসেদুর রহমান সকাল থেকে চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে। ওই দিন সরকার পতনের খবর শুনে হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল করে। এ সময় চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগের পার্টি অফিসের আশপাশ থেকে আন্দোলনকে দমন করার জন্য আওয়ামী লীগের স্বশস্ত্র সন্ত্রাসীরা ছাত্র জনতার মিছিলে হামলা করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে জামসেদুর রহমান নিহত হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, ৫ আগস্টে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত কলেজ ছাত্র জামসেদুর রহমানের হত্যার ঘটনায় তার চাচা আইয়ুব মিয়াজী বাদী হয়ে সোমবার রাতে ১২২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে আমরা আসামিদের গ্রেফতারের জন্য কাজ করে যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available