• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২৩:৪৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২৩:৪৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪৯:১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

ববি প্রতিনিধি: ‘মাটির যত্ন, পরমাপ, পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৪ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

এরপর দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বরিশাল বিভাগে মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাব’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. জামাল উদ্দিন ও সহকারী অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর কবীর।

ড. জামাল উদ্দীন বলেন, ‘স্থায়িত্বশীল উন্নয়ন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মৃত্তিকা স্থায়িত্বশীল উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্য উৎপাদন, জল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য মৃত্তিকার প্রয়োজন। তাই আমাদের মৃত্তিকাকে সুরক্ষিত রাখতে হবে। আমাদের শিক্ষার্থী হিসেবে তোমাদের দায়িত্ব হল, স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য কাজ করা এবং মৃত্তিকা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তোলা।’

উল্লেখ্য, উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালের ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১