• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৩৯:৩০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৩৯:৩০ (01-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রাজনীতি নিষিদ্ধ ববি’র ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫২:৪১

রাজনীতি নিষিদ্ধ ববি’র ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকলেও ক্যাম্পাসের ভিতর প্রকাশ্যেই ছাত্রদলের ব্যানেরে মিছিল করতে দেখা গেছে সংগঠনটির একাংশের।

৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কতৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তারা।

ক্যাম্পাসের ভিতর রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদল কেনো প্রকাশ্যে মিছিল করেছে জানতে চাইলে মিছিলের নেতৃত্বে থাকা শান্ত ইসলাম আরিফ বলেন, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাইতেই পারি। এছাড়া এই বিক্ষোভ মিছিলে সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে ছিলো।

রাজনীতির নিষিদ্ধ ক্যাম্পাসে এটি আইন বিরোধী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ক্যাম্পাসের ভিতর এখন সবই চলছে, এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এখন একটি রাজনৈতিক দলে রূপ দিয়েছে। এছাড়া সবার আগে আমার দেশ। তাই এটি আমাদের অধিকার।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। মাত্র আপনার কাছ থেকেই বিষয়টি জানকে পারলাম। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এখনো নিষিদ্ধ রয়েছে তাই যারা এটি করেছে তারা ঠিক করেনি। এ ব্যাপারে প্রশাসনের পদক্ষেপের বিষয় বলবো, আমি এখনি বলতে পারবো না তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওযা হবে। তবে বিষয়টি আমি জেনে তারপর বলতে পারবো।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের দাবির মুখে ৮৫তম সিন্ডিকেটের সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১