• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:৫২:১৩ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:৫২:১৩ (16-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

৮ নভেম্বর ২০২৩ রাত ০৯:৫৩:২২

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয় বঙ্গবন্ধু স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।৮ নভেম্বর শুক্রবার এ প্রতিযোগীতার উদ্ভোদন করা হয়। বিকাল ৩ টা ৩০ মিনিটে খেলার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এতে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বিজনেস স্টাডিজ অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, খেলাধুলার আয়োজন করা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে একজন ভালো, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। এজন্য আমরা পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে থাকি।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উপর যথেষ্ট গুরুত্ব ও উৎসাহ দিয়ে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নিজে একজন ভালো খেলোয়াড় ছিলেন। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের অধিনায়ক হিসেবে তিনি খেলেছেন, এসব থেকে আমরাও উৎসাহ পাই। সবশেষে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের তিনি শরীরচর্চা শিক্ষা বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ