• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:১৭:৪৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:১৭:৪৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়ে ৯০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

১৮ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:০৭:১৯

জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়ে ৯০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

১৭ ডিসেম্বর রোববার এসব মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।

যুদ্ধবিরতি, হামলা বন্ধ ও জিম্মিদেরে ফিরিয়ে আনার চুক্তি করার জন্য আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি সেনারা।

আড়াই মাস ধরে চলা হামাস ও ইসরাইলের যুদ্ধের তীব্রতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালানোর পর পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

তাদের এসব হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরাইলি ও প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ