• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:৪৩:৫৬ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:৪৩:৫৬ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইয়াসির আরাফাতের বাড়িটিও গুড়িয়ে দিলো ইসরাইলি বাহিনী

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:১৬:২৬

ইয়াসির আরাফাতের বাড়িটিও গুড়িয়ে দিলো ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট এবং ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও’র প্রধান ইয়াসির আরাফাতের গাজা উপত্যকার বাড়িটি ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা। ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় ওই বাড়ি ধ্বংসের খবর দিয়েছে।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতিফ আবু সাঈফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ইসরাইলি অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা পিএলও’র প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে। আতিফ আবু সাঈফ বলেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যে বাড়িটি ধ্বংস করেছে ইসরাইল।

মন্ত্রী উল্লেখ করেছেন যে, এ বাড়িতে ইয়াসির আরাফাত ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন। সেখানে আরাফাতের ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সূচনাকালে গাজায় তার উপস্থিতির সময় এই বাড়ি আমাদের জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহুর্তের সাক্ষী হয়ে আছে।

আবু সাঈফ জোর দিয়ে বলেন, ইহুদিবাদী সেনাদের এই ধ্বংসযজ্ঞ বর্বরতার নতুন প্রমাণ। সূত্র: পার্সটুডে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ