• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:৩৩:০৫ (10-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:৩৩:০৫ (10-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এবার নদীপথে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন

১০ মে ২০২৫ সকাল ১০:০৭:৫১

এবার নদীপথে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন

সাতক্ষীরা প্রতিনিধি: এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে।

৯ মে শুক্রবার বিকেল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছে বনবিভাগ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।

তিনি আরও জানান, বিএসএফের সদস্যরা আরও কিছু ভারতীয় নাগরিককে বনের ভেতরে রেখে গেছে। বিজিবি ও কোস্টগার্ডকে এ বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারাই নেবেন।

কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা বনবিভাগের মাধ্যমে এ বিষয়ে খবর পেয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ