• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:২২:৫৫ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:২২:৫৫ (16-May-2024)
  • - ৩৩° সে:

ঢাকার পথে বাইসাইকেলে ফরিদপুরে আসা ১০ ভারতীয় নাগরিক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভারত থেকে বাইসাইকেলে আসা ১০ ভারতীয় নাগরিক ফরিদপুরে এসে পৌঁছেছেন। ১৮ ফেব্রুয়ারি রোববার বিকেলের দিকে ফরিদপুরে এসে পৌঁছে দলটি।১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।এর আগে, গত বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে তারা।জানা গেছে, দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে পর্যটক দলটি পদ্মা সেতু পার হয়ে ঢাকায় পৌঁছাবেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তারা আবার ভারতে ফিরে যাবেন।পর্যটক দলের  সদস্যরা হলেন- স্বরজিৎ রায়, সুখেন্দু ব্যানার্জি, বুদ্ধদেব দাস, আশিস দত্ত, দেবব্রত মন্ডল, তরুণ কয়াল, সুদীপ দাস, অনির্বাণ সাহা, সুজয় মণ্ডল ও বিশ্বজিৎ বারুই।জানা যায়, ১০ সদস্যই ব্যবসায়ী ও চাকরিজীবী।পর্যটক স্বরজিৎ রায় জানান, দীর্ঘপথ পরিক্রমায় বাংলাদেশের মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশার সুযোগ পেয়ে অত্যন্ত  খুশি আমরা। যাত্রাপথে সবাই আতিথেয়তা দিয়ে আমাদের বরণ করে নিয়েছে। বাংলা ভাষার  প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দুই বাংলার বাঙ্গালী মানুষদেরর মধ্যে মেলবন্ধনের কারণেই এ সাইকেল ভ্রমণে আসা।