• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:০২:২২ (01-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:০২:২২ (01-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আড়াইহাজা‌রে বকেয়া দোকান ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা

৩০ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৩০:২৬

আড়াইহাজা‌রে বকেয়া দোকান ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজারে মাত্র ১০ হাজার টাকা ব‌কেয়া দোকান ভাড়া চাওয়ায় দোকান মা‌লিক‌ জাহাঙ্গীর হো‌সেন (৫৮) কে পিটিয়ে হত‌্যা করেছে বিএন‌পির সুমনপন্থী নেতাকর্মীরা।

৩০ জুলাই বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে। তিনি ওই এলাকার তা‌লেব আলীর ছে‌লে।

নিহত জাহাঙ্গীর পেশায় একজন ক্ষুদ্র ব‌্যবসা‌য়ি। সালমদী বাজা‌রে তার এক‌টি ম‌ু‌দি দোকান র‌য়ে‌ছে। এছাড়া ওই বাজা‌রে তার আরও ৩‌টি দোকান র‌য়ে‌ছে।

নিহতের ছে‌লে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রি মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ করলেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাবা (জাহাঙ্গীর হো‌সেন) ভাড়া চাইতে বিএন‌পি কার্যালয়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রে। ঐ সময় উভ‌য়ের মধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মেম্বার জাহাঙ্গীর‌কে চড় দেয়। এখবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ আরও ক‌য়েক জন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়েব ভেত‌রেই এলোপাতা‌ড়ি মারধর ক‌রে। গুরুতর আহতবস্থায় জাহাঙ্গীর‌কে উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আড়াইহাজার থানার ও‌সি না‌সির উদ্দিন ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, এ ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেফতা‌রে পু‌লিশ অভিযান শুরু ক‌রে‌ছে। নিহতের প‌রিবার থে‌কে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ