রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: তিন দশকেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এক আলোকবর্তিকা ক্লাসরুমের শেষ ঘণ্টা শুনলেন। রাঙ্গুনিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সেলিম রেজা এর শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস কলেজে নীরব আবেগে উদযাপিত হলো।
৩২ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে শিক্ষক পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন এই প্রিয় শিক্ষক। কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর শেখ মুজিবুর রহমান ও শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ এর নেতৃত্বে শিক্ষক পরিষদের সদস্যরা এই শিক্ষকের হাতে তুলে দেন ফুলেল শুভেচ্ছা ও অন্তরের নিঃশব্দ শ্রদ্ধা।
একজন শিক্ষক শুধু পাঠ্যসূচি শেষ করেন না—তিনি একজন মানুষ গড়ার কারিগর। সেলিম রেজাও ছিলেন ঠিক তেমনই। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন পরিসংখ্যানের পাঠক নয়, বরং ধৈর্য, শৃঙ্খলা ও নৈতিকতার এক জীবন্ত উদাহরণ।
এই বিদায়ের মুহূর্তে সহকর্মী ও শিক্ষার্থীরা স্মরণ করেন তাঁর কোমল ব্যবহারের কথা, তাঁর প্রতিটি পরামর্শে লুকিয়ে থাকা পিতৃসুলভ আন্তরিকতার কথা। একজন শিক্ষক কতটা প্রভাব রাখতে পারেন শত শত শিক্ষার্থীর জীবনে—তার নিঃশব্দ প্রমাণ রেখে গেলেন সেলিম রেজা ।
বিদায়ী শিক্ষক সেলিম রেজা বলেন, “এই কলেজ শুধু কর্মক্ষেত্র নয়, ছিল আমার দ্বিতীয় পরিবার। ছাত্রছাত্রীদের ভালোবাসা আর সহকর্মীদের আন্তরিক সহযোগিতা না পেলে এতটা পথ পাড়ি দেওয়া সহজ হতো না। আমি কৃতজ্ঞ।”
শেষ কর্মদিবসে কলেজের আঙিনা যেন খানিকটা স্তব্ধ, বাতাসে ছড়িয়ে আছে অচেনা শূন্যতা। সেলিম রেজার অবসরজীবন সুস্থ, শান্তিময় ও আনন্দঘন হোক সেটাই প্রত্যাশা সহকর্মীদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available