স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত প্রায় দুই লক্ষ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে।
১ আগস্ট শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার জালালপুর ঘাট এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফাত আফজাল রাজন।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপন করা চায়না দুয়ারি জাল ব্যবহার করে একশ্রেণির অসাধু ব্যক্তি মাছ নিধন করে আসছিল বলে স্থানীয়রা জানান।
অভিযান চলাকালে নদী থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফাত আফজাল রাজন জানান, “চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার কারণে দেশের মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এসব জাল ব্যবহার করে জালপাতা স্থায়ীভাবে নদীতে রেখে দেয়া হয়, যার ফলে মা মাছ ও পোনামাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। আমরা নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত রাখবো।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “চায়না দুয়ারি জাল আইনত নিষিদ্ধ। এটি মাছের প্রজনন ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করে। জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।”
স্থানীয় জেলে এবং সাধারণ জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযানকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available