• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১৫:১০ (02-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১৫:১০ (02-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

জুলাই শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৭:৫৯

জুলাই শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, ৩০ লাখ টাকার মধ্যে চলতি (২০২৪-২৫) অর্থবছর সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ ও বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে।

এ ছাড়া আহতদের তিনটি ক্যাটাগরি করে সহায়তা দেওয়া হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ‘বি’ ক্যাটাগরিদের ৩ লাখ টাকা এবং মাসিক ভাতা ১৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিদের এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এছাড়া যে সব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারাদেশে আরও ১১৩৭ জন গ্রেফতার
১ মে ২০২৫ রাত ০৮:২৮:২০