• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৩০:১৩ (20-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৩০:১৩ (20-Mar-2025)
  • - ৩৩° সে:

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদরে অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সদরের কচুকাটা ও রামনগর ইউনিয়নের সীমানা সংলগ্ন মধ্যবর্তী মাগুরা পাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ধান মাড়াইয়ের মেশিন দিয়ে ধান মাড়াই করছি এলাকার কয়েকজন। কিন্তু মাড়াই খর জমানো হচ্ছিল ছাই-গোবরের স্তূপে। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। যা কিছুক্ষণের মধ্যে চারদিকে ছড়িয়ে পরে। এতে পুড়ে ছাই হয়ে গেছে সফিয়ার রহমান, সহিদুল্ল্যাহ, মশিউর রহমান, সিরাজুল ইসলাম, সন্তাজ হোসেন, আব্দুল মান্নান বসত-বাড়ি। বাড়িতে থাকা ধান-চাল কিছুই উদ্ধার করতে পারেনি পরিবারগুলো। এই ছয় পরিবারের প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  এ বিষয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ উদ্দিন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টা সময় লেগেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি জানান, ধান মাড়াইয়ের মেশিন থেকেই হয়েছে।