• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫০:২৭ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫০:২৭ (02-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

৬ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৫৪:১১

বিএনপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি: বিএনপির উপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

৫ জানুয়ারি শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে তাহলে বিএনপি নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তেই তা আরোপ করা উচিত। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। তাদের উপর অবশ্যই ভিসানীতি দেয়া উচিত, হয়তো দিয়েছেও। কারণ, আমেরিকা নাম প্রকাশ করে না।

মন্ত্রী বলেন, বৈঠকে প্রতিনিধিদল দেশের বড় দুটি দলের মধ্যে তিক্ততা কীভাবে কমানো যায় এবং বিএনপি নির্বাচনের না আসার কারণ জানতে চেয়েছে। এর উত্তরে মন্ত্রী তাদের (বিএনপির) নেতৃবৃন্দের মধ্যে ডায়লগের অভাব বলে প্রতিনিধি দলকে জানিয়েছেন। তবে বড় দলগুলোর মধ্যেও সংলাপ থাকা জরুরি বলে মনে করেন তিনি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে কিছু সুযোগ ছিলো তাদের। বয়কট করে সরকার পরিবর্তন করা যায় না। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপির সমর্থন কমে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় পার্টির অনেকে নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার, হয়তো টাকা-পয়সা পেয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের প্রতিনিধি দলটি নগরীর ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে আসেন।

প্রতিনিধি দলে ছিলেন আইআরআই-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাঙামাটিতে বজ্রপাতে ২ জন নিহত
২ মে ২০২৪ সকাল ১১:৪৮:১৬