• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫৮:২৬ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫৮:২৬ (17-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অস্ত্রের মুখে জুমচাষিকে তুলে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা

২ মে ২০২৪ সকাল ১১:৫৩:২৮

অস্ত্রের মুখে জুমচাষিকে তুলে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা

ফাইল ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে এক সাধারণ জুমচাষিকে অপহরণের ঘটনা ঘটেছে। জেলার বরকল উপজেলাধীন সুবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ উকছড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জুমচাষির নাম যতনমনি চাকমা (৪০)। স্থানীয় ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ১ মে বুধবার সন্ধ্যায় একদল পাহাড়ি সন্ত্রাসী যতনমনিকে তার ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। এরপর থেকে যতনমনির কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবারের সদস্যরা। অপহৃতদের স্বজনদের বরাত দিয়ে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেএসএসের একদল অস্ত্রধারী সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় যতন মনি চাকমাকে তুলে নিয়ে যায়।

এদিকে ঘটনাস্থল ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, দক্ষিণ উকছড়ির বাসিন্দা জুম চাষি যতনকে কে বা কারা তুলে নিয়ে গেছে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি জানান, যতনের দুইটি ছেলে সন্তান রয়েছে এবং সে কোনো রাজনৈতিক দল বা আঞ্চলিক সংগঠনের সাথে যুক্ত নয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভয়ে থানায় কোনো অভিযোগও জানায়নি অপহৃতের পরিবার।

অপরদিকে বরকল থানার অফিসার ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, অপহরণের ঘটনা নিয়ে কেউ বা কোনো পক্ষই থানা পুলিশকে অবহিত করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ
১৭ মে ২০২৪ সকাল ০৯:৫৯:৩১