• ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ১০:৩২:০৭ (05-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ১০:৩২:০৭ (05-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পাটগ্রাম থানায় হামলা করে আসামি ছিনতাই ঘটনায় গ্রেফতার ৪

৫ জুলাই ২০২৫ সকাল ০৮:৫১:৫৮

পাটগ্রাম থানায় হামলা করে আসামি ছিনতাই ঘটনায় গ্রেফতার ৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমতপুর মেসিরপাড়া এলাকার বাসিন্দা মাহিদুল ইসলাম, সোহাগপুরের আব্দুর রশিদ, বাউড়া গ্রামের হাবিবুর রহমান ও একই গ্রামের আবুল কালাম।

এদিকে ৪ জুলাই শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি আচরণের দায়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা জাহাঙ্গীর চপলকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে যুবদল কেন্দ্রীয় কমিটি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সরেআ বাজার নামক এলাকায় চাঁদাবাজির সময় বেলাল ও সোহেল রানা চপল নামে দুই জনকে আটক করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় তাদের মুক্তির জন্য একযোগে সংঘবদ্ধভাবে থানায় হামলা চালায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন।

পরেরদিন সকালে ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং শতাধিক অজ্ঞাতনামা আসামি করে মামলা করে।

এর আগে থানায় ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান শুক্রবার দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। ঐ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। এটি প্রশাসনিক ও ব্যবসায়িক বিরোধের বহিঃপ্রকাশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ দেখে অনেককে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার ৪ জনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ