স্পোর্টস ডেস্ক: এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও পেশাদারিত্বে এতটুকু ঘাটতি রাখেননি বাংলাদেশের কোচ পিটার বাটলার। আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হলেও শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি তিনি। ফলাফল—তুর্কমেনিস্তানকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে টেবিলের শীর্ষে থেকে শতভাগ জয় নিয়ে বাছাইপর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার মিয়ানমারের ইয়াংগুনের থুউন্না স্টেডিয়ামে 'সি' গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমার্ধেই গোল-বৃষ্টি নামিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও মনিকারা।
মাত্র ২১ মিনিটেই স্কোরলাইন দাঁড়িয়ে যায় ৬-০। ম্যাচের ৪০তম মিনিটে কর্নার থেকে ঋতুপর্ণার দুর্দান্ত শটে আসে সপ্তম গোলটি। দুটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। বাকি তিনটি গোল করেন স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুন।
শুরুতেই চতুর্থ মিনিটে স্বপ্নার দূরপাল্লার শটে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল আসে যেন ঢেউয়ের পর ঢেউ—৬ মিনিটে শামসুন্নাহার, ১৩ মিনিটে আবারও তিনি, ১৬ মিনিটে মনিকা, ১৮ মিনিটে ঋতুপর্ণা, ২১ মিনিটে তহুরা এবং ৪০ মিনিটে আবারও ঋতুপর্ণা।
প্রথমার্ধে ৭ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না দল। তরুণদের সুযোগ দিতে তিনটি পরিবর্তন আনেন বাটলার।
রুপনা চাকমা, ঋতুপর্ণা ও শিউলি আজিমকে তুলে স্বপ্না রানী মন্ডল, উমহেলা মারমা ও হালিমা আক্তারকে নামান।
বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি। এদিকে তুর্কমেনিস্তানও পুরো ম্যাচেই কোনো প্রতিরোধ গড়তে পারেনি। গোলরক্ষক বারবার জাল থেকে বল তুলে নিতে নিতে ক্লান্ত। একপর্যায়ে ঋতুপর্ণার একটি শটে হাত ফসকে হাস্যকর এক গোলও হজম করেন।
এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এদিকে শুরু হলো এশিয়ান কাপের মূল পর্বের অপেক্ষাও। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে মূল লড়াই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available