• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১২:১৭ (01-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১২:১৭ (01-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

২২ আগস্ট ২০২৩ দুপুর ০২:৫৪:৫৪

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

ঢাকা কলেজ প্রতিনিধি: সিজিপিয়ের শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে ফের নীলক্ষেত অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। ২২ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা। পরে বেলা ১ টার দিকে আন্দলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ২০ আগস্ট রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করে তারা।

আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীদের দাবি নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়নের সুযোগ দেয়া। যাতে তারা পরবর্তী বর্ষে প্রমোশন পেতে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নীলক্ষেত এলাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন চলাচলকারি সাধারণ মানুষ। যানজটের কারনে বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

এদিকে অবরোধ তুলে যানচলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ। তিনি এখন  নীলক্ষেত মোড়ে আছেন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ