• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৫৩:২৫ (30-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৫৩:২৫ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

৬ দফা দাবিতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ছাত্রফ্রন্টের মানববন্ধন

১ আগস্ট ২০২৩ সকাল ১১:১০:৩৮

৬ দফা দাবিতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ছাত্রফ্রন্টের মানববন্ধন

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের শিক্ষাজীবন সংকটে জর্জরিত। এসব কলেজে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব, শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের সংখ্যা নগণ্য, হল সংকট, পরিবহন সংকটসহ অসংখ্য সমস্যায় আবদ্ধ। সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সংকট নিরসনে কর্মসূচি ঘোষণা করা হলেও কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এসব সংকট সমাধানে লক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৬ দফা দাবি পেশ করা করা হয়েছে।

এর প্রেক্ষিতে ৩১ জুলাই সোমবার বেলা ১২ টায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন ও ৭ কলেজের সমন্বয়ক তথা ঢাবি প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করে ছাত্র সংগঠনটি।

একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণসহ ছাত্র ফ্রন্টের ৬ দফা দাবি সমূহ হল-

১. সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এবং বিভাগভিত্তিক নয় ৭ কলেজে পূর্বের ন্যায় সমন্বিত ফলাফল প্রকাশ করতে হবে।
২. সিজিপিএ শর্ত শিথিলসহ মানোন্নয়ন পরীক্ষার সুযোগ দিতে হবে এবং মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে গ্রেড পয়েন্ট নির্ধারণ করে দেয়া যাবে না।
৩. একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ৭ কলেজের প্রশাসনিক জটিলতা নিরসনে স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ করতে হবে।
৪. অবকাঠামোগত (ক্লাসরুম-শিক্ষক সংকট, স্বতন্ত্র পরীক্ষা হল, লাইব্রেরি—সেমিনারে পর্যাপ্ত বই, ল্যাব সংখ্যা বাড়ানো, কলেজ তত্ত্বাবধানে ক্যান্টিনের ব্যবস্থা, আবাসন) সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. কলেজগুলোতে নামে-বেনামে অতিরিক্ত ফি নেয়া বন্ধ করতে হবে।
৬. ৭ কলেজে শতভাগ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অবিলম্বে অচল বাসগুলোকে সচল করতে হবে।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ কলেজের সমন্বয়ক সামিয়া আফরোজ বলেন, সাত কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষক প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঢাকা কলেজ ইতিহাস বিভাগে মাত্র ৬ জন শিক্ষক। অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যস্থাপনাসহ আরও কয়েকটি বিভাগে ক্লাসরুম মাত্র ২ টি। অন্যদিকে ইডেন মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষক আছে মাত্র ৩ জন। অন্যান্য বিভাগেরও শিক্ষক সংকট রয়েছে। সাত কলেজে আবাসিক হলেরও তীব্র সংকট। এরমধ্যে আবার ছাত্রলীগের নেতাকর্মীরা হলগুলো দখল করে রাখাসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। এছাড়াও পরিবহন সংকটসহ নানা ধরনের সংকট রয়েছে সাত কলেজে। আমরা চাই এইসব সমস্যার সমাধান দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসাশন সমাধান করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ