• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫৯:৪৩ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫৯:৪৩ (17-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আইসিটি মামলায় জামিন পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

৩০ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:৪০

আইসিটি মামলায় জামিন পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় জামিন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৫ সাংবাদিক। ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল বিচারিক আদালতের জেলা জজ বিচারক মো. জহিরুল কবির সকল তথ্য উপাত্ত বিচার-বিশ্লেষণ করে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

ওই পাঁচ সাংবাদিক হলেন, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মাহবুব আলম লিটন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এশিয়ান টিভি ও দেশ রুপান্তরের জ ই বুলবুল, দৈনিক আমার সংবাদের মো. বাবুল মিয়া, দৈনিক বর্তমানের মো. সফর আলী ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মমিনুল হক রুবেল।

সংবাদ প্রকাশের জেরে নবীনগরের পৌর কাউন্সিলর নিলুফা ইয়াছমিন তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা করে। এ মামলায় চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে আদালত ওই ৫ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে ওই পাঁচ সাংবাদিক ২৩ এপ্রিলে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে চট্রগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে আত্মসমর্পণ করলে পুনরায় মামলায় দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক ৫ সাংবাদিককে স্থায়ী জামিন প্রদান করেন।

মামলা থেকে জামিন পেয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও দর্পণ। সমাজের অনিয়ম অসংগতি তুলে ধরাই একজন সংবাদ কর্মীর কাজ। সে মোতাবেক চলমান প্রক্রিয়াও সংবাদের প্রকাশের দায়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। আমরা এই মিথ্যা মামলায় নিন্দাসহ প্রত্যাহারের দাবি জানাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ
১৭ মে ২০২৪ সকাল ০৯:৫৯:৩১