• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:৩০:০৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:৩০:০৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

৪০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনছে টিসিবি

২৯ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৩৬:৩১

৪০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনছে টিসিবি

জেষ্ঠ্য প্রতিবিদক: স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে সয়াবিন তেলের পাশাপাশি রাইস ব্র্যান তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন আব বাংলাদেশ (টিসিবি)। এ উদ্দেশ্যে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রায় ৪০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনতে চলেছে টিসিবি।

জানা যায়, প্রতি ২লিটারের প্লাস্টিকের বোতলে ২টি প্রতিষ্ঠান ৩০ লাখ লিটার এবং ১০ লাখ লিটার তেল সরবরাহ করবে। অগ্রীম আয়কর, মূসক ও টিসিবির গুদামে পরিবহন ব্যয়সহ প্রতি ১লিটার তেলের মূল্য দাঁড়াবে ১৬১ টাকা ৫০ পয়সা। সে হিসাবে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৬০ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে টিসিবির রাইস ব্রান তেল কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ লিটার। এর মধ্যে ১ কোটি ২৫ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার চুক্তিপত্র ইতোমধ্যে সই হয়েছে। এরই ধারাবাহিকতায় ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এ তেল সারা দেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের প্রায় ১কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।


জানা গেছে, রাইস ব্র্যান তেল কেনার জন্য চলতি বছরের জুলাইয়ে স্থানীয় ২টি জাতীয় দৈনিক এবং সিপিটিইউর ওয়েবসাইটে উন্মুক্ত দরপত্রের আহ্বান করা হয়। এর প্রেক্ষিতে মোট ৪টি দরপত্র জমা পড়ে। দরপত্রে ৪০ লাখ লিটারের আংশিক বা সর্বনিম্ন ১৫ লাখ লিটার রাইস ব্র্যান সরবরাহের সুযোগ রাখা হয়। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক ৪টি দরপত্রই রেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয় যশোর জেলার অভয়নগরের নোয়াপাড়া চাঙ্গটিয়া এলাকার মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড। ২ লিটার পেট বোতলে প্রতি লিটার তেল ১৬১ টাকা ৫০ পয়সা দরে ৩০ লাখ লিটার তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।

সূত্র জানায়, সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছে ৪০ লাখ লিটার তেল চাওয়া হলে কোম্পানিটি তা সরবরাহে অপরগতা প্রকাশ করে। এ অবস্থায় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার বাংলামোটরের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের কাছ থেকে অবশিষ্ট ১০ লাখ লিটার তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর হচ্ছে প্রতি লিটার ১৬২ টাকা এবং সরবরাহের প্রস্তাবিত পরিমাণ ছিল ২০ লাখ লিটার। পরে নেগোশিয়েসনের মাধ্যমে প্রতি লিটার তেল ১৬১ দশমিক ৫০ পয়সা নির্ধারণ করা হয়। দরপত্রে অংশগ্রহণকারী অপর ২টি প্রতিষ্ঠান হল- ময়মনসিংহের এমআরটি অ্যাগ্রো প্রোডাক্টস বিডি লিমিটেডে। তারা প্রতি লিটারের প্রস্তাবিত দর দিয়েছে ১৬৭ টাকা ৮০ পয়সা এবং ঢাকার এসিআই এডিবল অয়েলস লিমিটেড প্রতি লিটারে প্রস্তাবিত দর দিয়েছে ১৭০ টাকা। উভয় প্রতিষ্ঠানই ১৫ লাখ লিটার করে তেল সরবরাহের প্রস্তাব দেয়া হয়েছে।

৩০ আগস্ট বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ বিষয়ে ১টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১