• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৪৬:০৯ (06-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৪৬:০৯ (06-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইরানি বিমানে হামলার হুমকির পর হামবুর্গে বিমান ওঠানামা স্বাভাবিক

১০ অক্টোবর ২০২৩ সকাল ০৭:৫৫:১০

ইরানি বিমানে হামলার হুমকির পর হামবুর্গে বিমান ওঠানামা স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির হামবুর্গ বিমানবন্দরে ৯ অক্টোবর সোমবার দুপুরে হঠাৎ সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করে বিমানবন্দর কতৃপক্ষ। দীর্ঘ সময় ধরে সেখানে কোনো বিমান ওঠানামা করেনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস (এপি) সোমবার রাতে এ খবর নিশ্চিত করেছে।

ইরান থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে সন্ত্রাসী হামলার হুমকির প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয় বলে এপিকে জানিয়েছে হামবুর্গ নিরাপত্তা বাহিনী। এ সময় হামবুর্গগামী অন্যান্য দেশের ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেয়া হয় এবং হামবুর্গের ফ্লাইটগুলো ডিলে করা হয়। জার্মানির স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিমান ওঠানামা স্থগিত করা হয় স্থানীয় সময় ১২টা ৪০ মিনিট থেকে।

জার্মানির ফেডারেল পুলিশ জানিয়, সোমবার সকালে তারা একটি মেইল পায়, যেখানে তেহরান থেকে হামবুর্গ আসা একটি বিমানে সন্ত্রাসী হামলার হুমকি ছিলো। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এ ঘটনায় হামবুর্গ কতৃপক্ষ পরে আর বিস্তারিত কিছু জানায়নি।

ইরান থেকে আসা ফ্লাইটটি হামবুর্গে অবতরণ করে দুপুর ১২টা ২০ মিনিটে। পরে ফ্লাইটে থাকা ১৯৮ যাত্রী ও ১৬ ক্রুর সবাইকে তল্লাশি করা হয়। তাদের লাগেজ এবং আসনও তল্লাশি করা হয়। এরপর গোটা বিমানটিও ভালোভাবে তল্লাশি করা হয়। এর পর বিমানবন্দরটিতে বিমান ওঠানামাও স্বাভাবিক করা হয়।

জার্মান বিমান বাহিনী বলেছে, তেহরান থেকে আসা বিমানটিকে জার্মানি ঢোকার সময় পূর্ব বার্লিন থেকেই পাহারা দিয়ে নিয়ে এসেছে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আবারও রাজধানীর বেইলি রোডে আগুন
৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:১৯


শাহরাস্তিতে চুরির ঘটনায় দুই চোর আটক
৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:০০