• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৩২:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৩২:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

৫ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১৬:৩১

জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

জাবি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের মিছিলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে।

৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। এর আগে, দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইটের কাছাকাছি গেলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বাধা দেন। তখন কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা৷ পরে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেলও ছোড়াছুড়ি হয়। এতে ছাত্রদল নেতা নাইমুর হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হন। এছাড়া শফিকুল ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের এক কর্মীও গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ছাত্রদলের শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, ‘চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানাতে আমরা মিছিল বের করি। মিছিলটি মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন গেইটে আসলে ছাত্রলীগ আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হয়েছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিএন্ডবি এলাকায় বাসে আগুন দিতে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। এ খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বাধা দিতে যায়। তখন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়।’

ছাত্রদলের মিছিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রদল নেতা সেলিম রেজা, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবায়ের আল মাহমুদ, রাজিব আহম্মেদ, রাজু, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩