ঢাবির পাঁচ ভবনের ফটকে তালা
ক্যাম্পাস প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের মূল ফটকে তালা ঝুলানোর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ১৩ নভেম্বর ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তালা লাগিয়েছে।১১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।তালা লাগানো ভবনগুলো হলো—চারুকলা অনুষদ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল এবং বিজ্ঞান ভবন।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন এবং সেখানে সিসিটিভি ক্যামেরা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’