• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৩:২৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৩:২৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত

১৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:২৮:৪১

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি প্রশাসনিক ভবন হয়ে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ক্ষুদ্র পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম বলেন, ‘খাদ্য, বস্ত্র, রিসার্চ সবক্ষেত্রেই মাইক্রোবায়োলজিস্ট হিসেবে আমাদের ভূমিকা আছে। একজন মাইক্রোবায়োলজিস্ট যখন ডায়াগনস্টিক লেভেলে কাজ করে, সে যেই কাজই করুক তা মাইক্রোবায়োলজিস্ট হিসেবে স্বীকৃত কিন্তু ল্যাব রিপোর্ট এমবিবিএস ডাক্তার সাইন করার মাধ্যমে মাইক্রোবায়োলজিস্ট এর অধিকার খর্ব হয়ে গেল। আমাদের এই অধিকার ফিরিয়ে আনার জন্য সোচ্চার হতে হবে। সরকারি পযার্য়ে যে সব মাইক্রোবায়োলজিস্ট আছে তাদের একত্রিতভাবে শক্তিশালী হয়ে পদক্ষেপ নিতে হবে।’

মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো শওকত মাহমুদ বলেন, ‘প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্ব অণুজীব দিবস বিশ্বব্যাপী পালন করা হয়। মানবদেহ থেকে শুরু করে প্রাণিদেহে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অণুজীব। এগুলো যে শুধু আমাদের ক্ষতি করে তা নয়। অনেক অণুজীব আছে যেগুলো আমাদের দেহের ও পরিবেশের জন্য উপকারী।’

তিনি আরও বলেন, ‘এই দিবসটি মূলত সাধারণ মানুষকে অণুজীব সম্পর্কে সচেতন করার জন্য পালিত হয়। এর পাশাপাশি অণুজীবের বহুমুখী ব্যবহার সম্পর্কে মানুষকে অবগত করা। শিল্পক্ষেত্র, ওষুধক্ষেত্র, কোমল পানীয় তৈরি, এমনকি গ্রামাঞ্চলের বায়োফুয়েল উৎপাদনে অণুজীব ব্যবহৃত হয়।’

এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১