• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:২৮:১৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:২৮:১৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০৭:৩৮

গবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজনীতি ও প্রশাসন এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রমীলা ক্রিকেটে সমাজবিজ্ঞান এবং ছেলেদের ক্রিকেটে রাজনীতি বিভাগ শিরোপা অর্জন করে।

দিনের প্রথম ম্যাচে প্রমীলা ক্রিকেটের ফাইনালে ব্যাট করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। আট ওভারে মোট রান করে ১৫৫ । পরবর্তীতে বায়োকেমিস্ট্রি বিভাগের মেয়েরা ৮ ওভারে ৬২ রান করতে সক্ষম হয়।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন ও ইংরেজি বিভাগ। প্রথমে ব্যাট করার সুযোগ পায় রাজনীতি ও প্রশাসন।  তবে ইংরেজি বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ে দশ ওভার খেলা শেষে ৯৫ রান তুলতে পারে রাজনীতি। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন হৃদয়। ইংরেজির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন নাহিদ।

জবাবে দ্বিতীয় বলেই জিহাদের উইকেট তুলে ভালো কিছুর ইঙ্গিত দেয় রাজনীতি বিভাগ। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের কাছেই নিয়ে যাচ্ছিলেন তায়্যুস কিন্তু শেষ ওভারের ৯ রানের নাটকীয় ম্যাচে রায়হানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৫ রানের জয় পায় রাজনীতি ও প্রশাসন বিভাগ।

খেলা সমাপ্তির সময়ে মেয়ে ও ছেলে উভয় ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ইংরেজি বিভাগের জিহাদ এবং মেয়েদের মধ্যে এই পুরস্কার পান সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিরিন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ