• ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৭:৫৯:৫৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৭:৫৯:৫৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

২ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৭:৫৫

লংগদুতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে লংগদু উপজেলা কৃষি অধিদপ্তর।

২ জুন বুধবার সকাল  ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪৪৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, জৈব ও রাসায়নিক সার, সবজি ঔষধি এবং ফলদ চারা বিতরণ করা হয়েছে।

এ সময় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।

উপস্থিত ছিলেন, উপজেলা হর্টিকালচার উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহবুদ, সহকারী কৃষি অফিসার ইস্রাফিল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে (সাবেক) আমির সিরাজুল ইসলামসহ প্রান্তিক সাধারণ কৃষকরা।

উপস্থিত অতিথিরা বক্তব্য বলেন, কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে উপসহকারী কৃষিকর্তাগণের সহযোগিতায় বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত ও প্রান্তিক ক্ষুদ্র চাষিদের অগ্রাধিকারের ভিত্তিতে চারা বিতরণ নিশ্চিত করা হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও এ সুযোগের আওতায় আসতে পারে। একদিকে যেমন কৃষক পরিবারের খাদ্য নিরাপত্তা হবে তেমনি অতিরিক্ত ফল ও পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত হবে। একই সাথে তাল, নিম, বেল জাতীয় গাছ পরিবেশ রক্ষায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ পবিত্র আশুরা
৬ জুলাই ২০২৫ সকাল ০৭:৪৮:২০