• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৩৪:০৫ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৩৪:০৫ (21-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবীদ্বারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের প্রশিক্ষণ

১৫ মার্চ ২০২৪ বিকাল ০৩:৫১:২৮

দেবীদ্বারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের প্রশিক্ষণ

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখায় বসুন্ধরা ‘শুভসংঘ’। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এই গ্রুপের নানামুখী উদ্যোগ আজ সর্বমহলে প্রশংসিত। বসুন্ধরা শুভসংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি এবার কুমিল্লার দেবীদ্বারে ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রম ও মিশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৫ মার্চ শুক্রবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত কর্মশলায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে ২০ জন অসচ্ছল নারী অংশগ্রহণ করেন।

বসুন্ধরা ও শুভসংঘের তত্বাবধানে আয়োজিত সেলাই প্রশিক্ষণ কর্মশলার সমন্বয়ক দৈনিক কালের কণ্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগ উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মো. ময়নাল হোসেন, দেবীদ্বার বণিক সমিতির সভাপতি মো. হিরন মোল্লা।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক শাহিদুল ইসলাম, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন, মো. সোহেল রানা সোহাগ, মো. শাহজালাল, মো. বিল্লাল হোসেন, মো. আব্দুল আলিম, মা-মেয়ের রান্না ঘরের পরিচালক তাছকিয়া রহমান প্রতিভা, সেলাই প্রশিক্ষক হুরবানু আক্তার পলি প্রশিক্ষার্থী আয়শা রহমান প্রজ্ঞা প্রমুখ।

প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন,  দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে-নারীদের উন্নয়ন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই। যে মানবিক কাজটি করে যাচ্ছে দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরাগ্রুপের শুভ সংঘ। তাদের ধন্যবাদ।

তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেবীদ্বারের যে ২০জন অসচ্ছল নারী বিনা খরচে সেলাই প্রশিক্ষণ নিতে আসছেন, এ প্রশিক্ষণটা আপনাদের একেবারে হাতে কলমে মনোযোগ সহকারে শিখতে হবে। আপনাদের প্রশিক্ষণ শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাফল্যের সিড়ি বেয়ে উপরে উঠার জন্য বসুন্ধরার পক্ষ থেকে একটি উন্নতমানের সেলাই মেসিন উপহার পাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ