• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ ভোর ০৫:২২:১০ (23-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ ভোর ০৫:২২:১০ (23-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

হুমকিতে এসেনসিয়াল ড্রাগস্: ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা

২২ মে ২০২৫ বিকাল ০৩:১৩:৪১

হুমকিতে এসেনসিয়াল ড্রাগস্: ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা

বাকী বিল্লাহ, সিনিয়র রিপোর্টার: ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসন আমলে প্রশাসনিক লুটপাট আর ক্ষমতার অপব্যবহারে ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বেহাল দশা হয়ে পরেছিলো। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির তথ্য মতে, গত ৫ আগস্টের আগের একাধিক পরিচালনা পর্ষদ কর্মকর্তাদের অবৈধ আর্থিক লেনদেন, টেন্ডার বাণিজ্য, স্বজনপ্রীতি, অতিরিক্ত জনবল নিয়োগ, রাজনৈতিক হস্তক্ষেপ, অর্থ লুটপাটের মতো গুরুতর অভিযোগ প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করেছে। এ প্রেক্ষিতে সম্প্রতি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৪২৫ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তাদের প্রতিবাদের খবরের সূত্র নিশ্চিত করার অনুসন্ধানে গত ১২ মে তারিখে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নিজ কক্ষে মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম (প্রশাসন ও মানবসম্পদ) এশিয়ান টিভিকে বলেন, অনেকেই ফোন করে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছেন, এদের কাউকেই চিনি না। মোবাইলে মেসেজ দিয়ে ওনাদের লোকদের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে চাকরি দিতে হুমকি-ধামকি দিচ্ছেন। কর্মখালি নেই বললে বাজে ভাষায় গালি দেন তারা।

পরে শ্রমিক-কর্মকর্তাদের ছাঁটাই প্রসঙ্গে তিনি বলেন, সার্ভিস রুলের ৫১ ও শ্রম আইনের ধারা-২৬ অনুসরণ করে ইডিসিএল এর ৫টি প্লান্ট থেকে ৪২৫ জনকে টারমিনেশন করা হয়েছে। ছাঁটাই করার ৪ মাস আগে যেহেতু নোটিশ দিতে পারি নাই, সেহেতু বিধি অনুসারে আইন মেনে অগ্রিম ৪ মাসের বেতন দিয়ে শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় এবং শ্রম আইন অনুযায়ী ছাঁটাইয়ের ৩০ দিনের মধ্যে সকল পাওনা পরিশোধ করা হবে বলেও জানান মনিরুল ইসলাম।

তিনি বলেন, প্রতিষ্ঠানে কাজের তুলনায় মানুষ বেশি হলে এমন হয়। যাদের পারফরমেন্স খারাপ, অভ্যন্তরীণ রাজনীতিতে অংশ নিয়ে পরিবেশ নষ্ট করছেন এবং যাদের কাজে ভালো আউটপুট নেই, তাদেরই বাদ দেওয়া হয়েছে। আঞ্চলিক অফিস থেকে পাঠানো প্রস্তাবনা অনুযায়ী বাদ দেওয়া হয়েছে, এ সময় একাধিক ডকুমেন্টস উপস্থাপন করেন মনিরুল ইসলাম। তার দেয়া তথ্যে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট জনবল ছিল ৫ হাজার ৪’শ ৮০জন যা অনুমোদিত পদের চাইতে বেশি বলে দাবি করেন এই কর্মকর্তা।

চাকরি হারানো শ্রমিক-কর্মকর্তাদের অভিযোগ ছাঁটাই নিয়ে ‘লাস্ট ইন ফার্স্ট আউট’ মানা হয়নি এশিয়ান টিভির এমন প্রশ্নে মহাব্যবস্থাপক বলেন, প্রতিষ্ঠানটিকে অতীতে নিয়োগের নামে রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়। যখন যে সরকার আসে তখন তাদের নেতাকর্মী ও স্বজনদের এখানে নিয়োগ দেওয়া হয়। বাদ দেওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্ট বা প্ল্যান্টহেডদের প্রস্তাবনা এবং কর্মী বা কর্মকর্তাদের রেকর্ড যাচাই-বাছাই করে বগুড়া, খুলনা, গোপালগঞ্জ ও ঢাকাসহ ৫টি অফিস থেকেই ছাঁটাই করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. এ সামাদ মৃধা দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিষ্ঠানটির (ইডিসিএল) বিভিন্ন ক্যাটাগরিতে উন্নয়ন করেছেন।  

চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারী কেউ আইনের আশ্রয় নিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কেউ মামলা করেছেন কিনা তা জানা নেই, তবে ২০ এর অধিক উকিল নোটিশ পেয়েছি এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষ যথাযথ নিয়মে তার উত্তরপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়েছে।

প্রতিবেদন সরেজমিনে অনুসন্ধান করার সময় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এ সামাদ মৃধা দেশের বাহিরে ছিলেন। তাঁর (এমডি) দপ্তরের একাধিক কর্মকর্তা এশিয়ান টিভির অনুসন্ধান প্রতিবেদককে বলেন, ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর এবং আমরা সেইভাবেই কাজ করছি।

প্রতিষ্ঠানটির সূত্রে আরও জানা যায়, ২০১৪ সালে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা এহসানুল কবির। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর গত ১০ বছর এই পদে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ৪৭৭ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকে। সরকারি চাকরি করেও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন এহসানুল কবির। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অবস্থা বেগতিক বুঝতে পেরে গত ২ অক্টোবর ইস্তফা দেন তিনি। তার আমলে রাজনৈতিক স্বার্থে ইডিসিএলকে ব্যবহারের প্রবণতা প্রায় পঙ্গু বানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটিকে এমনটাই দাবি করেছেন অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল
২২ মে ২০২৫ বিকাল ০৫:৫৭:৩৭