• ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৫:২৬ (04-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৫:২৬ (04-Aug-2025)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক

৪ আগস্ট ২০২৫ দুপুর ০২:১৬:৪৮

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৩ আগস্ট রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক আদেশে ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত মেয়াদে এ নিয়োগ চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের আহ্বানে আয়োজিত ভাইভা বোর্ডে অংশগ্রহণ করেন তিনি। সাক্ষাৎকার ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে নিয়ন্ত্রক সংস্থা তার নিয়োগে চূড়ান্ত অনুমোদন দেয়।

ওমর ফারুক খান ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেছেন।

প্রায় ৩৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগ, জোনাল অফিস ও শাখায় নেতৃত্ব দিয়েছেন। তার কর্মদক্ষতা ও পেশাগত নৈপুণ্যে ব্যাংকিংখাতে রয়েছে সুদীর্ঘ পরিচিতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ওমর ফারুক ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে তার পেশাজীবন শুরু করেন। ব্যাংকিং-সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওমর ফারুক খানের দায়িত্ব গ্রহণে ব্যাংকের নীতিনির্ধারণী ও কৌশলগত অগ্রযাত্রায় নতুন দিক উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা
৪ আগস্ট ২০২৫ রাত ০৮:৩১:০৬