নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ল্যাক্রোস প্রদর্শনী খেলা–২০২৫’। বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠানে ছিল আবেগ আর উদ্দীপনার মিশ্রণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের পিতা, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাফিজুর রহমান খেলাটির উদ্বোধন করেন। তার উদ্বোধনের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত আইজিপি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আলী হোসেন ফকির ল্যাক্রোস খেলার প্রসংশা করে বলেন, “ল্যাক্রোসের মতো নতুন খেলাকে জাতীয় পর্যায়ে তুলে আনার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”
বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান সভাপতিত্ব করেন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই খেলার মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করছি এবং একইসাথে তরুণদের খেলাধুলার মাধ্যমে জাতি গঠনে উদ্বুদ্ধ করছি।”
প্রদর্শনী খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দল ১২-০১ গোলে নারায়ণগঞ্জ জেলা পুরুষ দলকে পরাজিত করে। অন্যদিকে, নারী বিভাগে ঢাকা জেলা নারী দল ৩-০ গোলে নারায়ণগঞ্জ জেলা নারী দলকে হারায়। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সহসভাপতি এম কফিল উদ্দিন আহমেদ, জহির রায়হান, ড.শামিম আহমেদ, মো: সালাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম ইমাম হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদক এম শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফয়সাল হোসেন, সদস্য অ্যাডভোকেট নাসরিন খন্দকার, মাকসুদা চৌধুরীসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বাংলাদেশে নতুন এই খেলাটি বিশ্ব ব্যাপী তুলে ধরবে বলে জানান। জেলা পর্যায়েও এই খেলাটি জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হবে বক্তারা জানান। এছাড়াও ২৮ এর অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন আয়োজক কমিটি।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ল্যাক্রোস একটি আমেরিকানদের খেলা,তবে বাংলাদেশে এটি এখনো জনপ্রিয় হয়ে উঠেনি। আমরা চাই সবার সহযোগিতা ল্যাক্রোস খেলা এগিয়ে যাবে।
ল্যাক্রোস টুর্নামেন্টের শুরুতে মুখোমুখি হয় নারায়ণগঞ্জ জেলা নারী দল ও ঢাকা জেলা নারী দল। ৩০ মিনিট খেলা শেষে ঢাকা জেলা বিজয়ী হয়।
আগামী সেপ্টেম্বরে রিয়াদে অনুষ্ঠিত এশিয়ান ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ বাংলাদেশ জাতীয় দল প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ প্রত্যাশা করেন এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে খুব শীঘ্রই পূর্ব প্রস্তুতিমূলক জাতীয় দলের ক্যাম্প আয়োজন করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available