• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ০৩:০৭:১০ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ০৩:০৭:১০ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবশেষে উদ্ধার হলো মসজিদের সম্পত্তি

২ জুলাই ২০২৫ সকাল ০৯:০১:৩৪

অবশেষে উদ্ধার হলো মসজিদের সম্পত্তি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা একটি মসজিদের নামে রেকর্ডভুক্ত জমি উদ্ধার করেছে প্রশাসন। ১ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদার পাড়া গ্রামের সোনারবান ৮ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত ১২ শতক জমি উদ্ধার করে সদর উপজেলা ভূমি অফিস।

উদ্ধার অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত দুটি বসতবাড়ি এবং পাঁচটি ঘর স্থানীয় জনসাধারণের সহায়তায় উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এসময় পুলিশ, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের মুসল্লি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামাদার পাড়া জামে মসজিদের সীমানা ঘেঁষা ওই জমিতে স্থানীয় মৃত তফিজ উদ্দিনের তিন পুত্র খলিল মিয়া, মজনু মিয়া এবং ফয়জুল হক অবৈধভাবে বসবাস করে আসছিলেন। জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত থাকলেও তারা জমি ছাড়তে রাজি হচ্ছিলেন না। এলাকাবাসীর একাধিকবার অনুরোধ, স্থানীয় সালিশ এবং প্রশাসনিক নোটিশ কোনো কিছুই কাজে আসেনি।

পরিস্থিতি বিবেচনায় মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়দের আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পায় উপজেলা ভূমি অফিস। এরপর একাধিকবার লিখিত নির্দেশনা দিলেও যখন তারা জমি ছাড়তে অস্বীকৃতি জানায়, তখন প্রশাসন কঠোর অবস্থান নেয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি জানান, জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী এই জমি উদ্ধার করা হয়েছে। জনগণের দাবি ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এ পদক্ষেপ গ্রহণ করেছি।

এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা জানান, বহু বছর ধরে তাঁরা এই জমিটি ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন। প্রশাসনের পদক্ষেপে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ