• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫৪:২৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫৪:২৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

২৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪:৩১

টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে অভিযানে মাদক কারবারিদের কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৭ আগস্ট রোববার দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শনিবার রাতে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ উত্তর-পশ্চিম দিকে আলুগোলা মাঝেরকাঠি এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। চোরাচালান প্রতিরোধে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান নেয় তারা। এ সময় বিজিবি টহলদল ৬ জন ব্যক্তিকে ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে আলুগোলা মাঝেরকাঠি এলাকায় আলি আহমেদের মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে। আগত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের ধাওয়া করে বিজিবি। এ সময় তারা দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায় এবং তারা নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল সেখানে পৌঁছে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

চোরাকারবারীদেরকে শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ