• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:২৭:৪৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:২৭:৪৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

১৩ জুন ২০২৫ বিকাল ০৩:১৫:৩৭

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় ইরান শতাধিক ড্রোন ছুড়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সেগুলো ভূপাতিত করার জন্য কাজ করছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে।

তিনি বলেন, আইডিএফ সেগুলো ভূপাতিত করার জন্য কাজ করছে।

এর আগে ইরানজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ ধাপে ইরানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।

অন্তত আট স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

হামলায় এখন পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার পর তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের আকাশসীমা।


সূত্র: টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬