• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:৩৬:৪৬ (01-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:৩৬:৪৬ (01-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আচরণ বিধি লংঘনের দায়ে জেলে গেলেন চেয়ারম্যান প্রার্থী

১৮ মে ২০২৪ সকাল ০৭:২৩:৩৩

আচরণ বিধি লংঘনের দায়ে জেলে গেলেন চেয়ারম্যান প্রার্থী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে জ্যান্ত ঘোড়া দিয়ে প্রচারণা চালায় চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু, যা ছিল আচরবিধি লঙ্ঘন। আর ওই দায়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

১৭ মে  শুক্রবার রাতে আচরবিধি লঙ্ঘনের দায়ে ওই জরিমানা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট আমিনুল ইসলাম।

জানা যায়, শুক্রবার রাতে জ্যান্ত ঘোড়া নিয়ে প্রচারণায় নামেন চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ না করায় তাকে পুলিশ হেফাজতে সৈয়দপুর থানায় নেয়া হয়। এ ঘটনায় তার সমর্থকরা মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করে।

জরিমানা প্রসঙ্গে প্রার্থী ফয়সাল দিদার দিপু সাংবাদিকদের জানান, জরিমানা বিধি মোতাবেক হয়নি। এটি আক্রোশমূলক বলা চলে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম জানান, চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে জেল হাজতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬