স্পোর্টস ডেস্ক: গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস- আগেই প্লে অফ নিশ্চিত হয়েছিল এই তিন দলের। চতুর্থ ও শেষ দল হিসেবে শেষ চারের টিকিট কাটল আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। ৫৯ রানের বড় ব্যবধানের হারে এক ম্যাচ হাতে রেখেই বিদায়ঘণ্টা বেজে গেল মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালসের।
সর্বশেষ আসরে অধিনায়কত্ব ইস্যুতে অস্থিরতায় গ্রুপপর্বেই বাদ পড়েছিল মুম্বাই। এ ছাড়া শেষ চার আসরে শিরোপারও দেখা মেলেনি। এবার আবারও শিরোপার হাতছানি। অন্যদিকে, তারকাহীন দল নিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি।
ওয়াংখেড়েতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মুম্বাই। ৫ উইকেটে ১৮০ রানের পুঁজি গড়ে তারা। ৪৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। জবাবে ১২১ রানেই গুটিয়ে গেছে দিল্লি।
ওয়াংখেড়ে স্টেডিয়াম মেতেছিল তাদের ‘ঘরের ছেলে’ রোহিত শর্মাকে নিয়ে। টেস্ট থেকে অবসর ঘোষণার পর এদিন প্রথমবার খেলতে নেমেছিলেন হিটম্যান। আর তাঁকে ঘিরেই আবেগে ভাসে ওয়াংখেড়ে। বিশেষ জার্সি, মুখোশ পরে মাঠে হাজির হয়েছিলেন দর্শকরা। তবে এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি রোহিত। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি।
মুম্বাইয়ের মন্থর পিচে এদিন দলকে টানেন সূর্যকুমার যাদব। সাত ওভারের মধ্যে ৫৮ রানে তিন উইকেট খুইয়ে বেশ বিপাকে পড়ে গিয়েছিল মুম্বাই। সেখান থেকে ইনিংস গড়েন সূর্য। ৪৩ বলে ৭৩ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। সঙ্গত করেন তিলক বর্মা (২৭) এবং নমন ধীর (২৪)। নির্ধারিত ২০ ওভার শেষে সূর্যের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮০ তে পৌঁছে যায় মুম্বাই। এদিন অসুস্থতার জন্য খেলতে পারেননি দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। মন্থর পিচে তার মতো বোলারের অভাব যথেষ্ট ভোগায় দিল্লিকে।
১৮০ রানের টার্গেট বেশ কঠিন ছিল মুম্বাইয়ের পিচে। সেই চ্যালেঞ্জ সামলাতে পারলেন না কে এল রাহুলরা। দিল্লির টপ অর্ডার একেবারে ব্যর্থ। রাহুল (১১), ফ্যাফ ডু'প্লেসিস (৬), অভিষেক পোড়েল (৬) কেউই রান পাননি। সামির রিজভি সর্বোচ্চ ৩৯ রান করলেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১২১ রানে থামল দিল্লির ইনিংস। মৌসুমের শুরুতে প্লে অফে ওঠার অন্যতম দাবিদার হলেও এবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকল তাদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available