• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:২৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:২৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মনোনয়ন বাণিজ্য করতে পারেনি বলে বিএনপি নির্বাচনে আসেনি: আইনমন্ত্রী

৩০ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:০৫:৪৭

মনোনয়ন বাণিজ্য করতে পারেনি বলে বিএনপি নির্বাচনে আসেনি: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যখন বাণিজ্য করার দরকার পরে, তখন তারা (বিএনপি) নির্বাচন করতে আসে। এখন তাদের এইসব মানুষ ধরে ফেলেছে। যখন বাণিজ্য করতে পারে না, তখন বিএনপি বলে তারা নির্বাচনে আসবে না।

৩০ ডিসেম্বর শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে সারা বিশ্বকে দেখাবেন আমাকে আপনারা ভালোবাসেন।

তিনি বলেন, সঠিকভাবে গণতন্ত্র চলছিল বলেই বাংলাদেশের উন্নতি হচ্ছে। আর তারা এসব গণতন্ত্রান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করতে চায় না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে। তারা ট্রেনে আগুন দিয়ে ৩ বছরের শিশুকে মেরেছে।

মন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে কোন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি কেন প্রত্যেক ইউনিয়নে মিটিং করছি। এর কারণ হলো, আমি আখাউড়া-কসবাবাসীকে ভালোবাসি। আমি এও জানি আপনারা আমাকে ভালোবাসেন। নির্বাচন মুখ্য নয়, এই ভালোবাসার টানেই আমরা পরস্পর পরস্পরকে দেখতে যাই।  ১০ বছর আপনাদের সেবা করে উন্নয়ন করেছি। সন্তানের দাবিতে ভোট দাবি করছি। ভালোবাসার দাবিতে আপনাদের ভোট চাই।  

মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান নাজিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪