• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ দুপুর ০২:৪৬:৩১ (01-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ দুপুর ০২:৪৬:৩১ (01-Jul-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আইনজীবী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

২৭ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:৪২

আইনজীবী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

হাবিপ্রবি প্রতিনিধি: চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় গায়েবানা জানাজা এবং বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান।

২৭ নভেম্বর বুধবার দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সম্মুখে গায়েবানা জানাজা এবং গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এসময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোফাজ্জল হোসেন তপু বলেন, এই দেশে হিন্দু-মুসলিম ভাই-ভাই হিসেবে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ইসকন অথবা অন্য কোনো সংগঠন যদি এই সম্প্রীতি নষ্ট করতে চায় তবে বাংলাদেশের মানুষ তা বরদাস্ত করবে না। ফ্যাসিবাদী কোনো ষড়যন্ত্র এদেশের মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ নভেম্বর সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ সময় হামলায় ওই আইনজীবী নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
১ জুলাই ২০২৫ দুপুর ০১:৫৪:৩৮


হলি আর্টিজানে জঙ্গি হামলার ৯ বছর আজ
১ জুলাই ২০২৫ দুপুর ০১:৩৩:১৫