• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩২ রাত ১২:১৬:১৭ (15-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩২ রাত ১২:১৬:১৭ (15-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

১৪ মে ২০২৫ দুপুর ০১:০৭:৩৮

কাউনিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

১৪ মে বুধবার সকাল দশটা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও স্থানীয় সাধারণ মানুষরা মানববন্ধন করেন।

অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নিয়েছেন।

কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) নেতা জালাল উদ্দিন ভূইয়া মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম, মাইদুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, আমরা এক কঠিন সময় পার করছি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আর এতে হারাচ্ছি আমাদের প্রিয়জনদের। এই মৃত্যুর মিছিল আর কতদিন চলবে? কিছুদিন আগে আমাদের ওই সাত্তার ও তার পরিবারের তিনজন সদস্যের মধ্যে দুইজন মারা যান। মঙ্গলবার একই গ্রামের আরেকটি পরিবারেও এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটে। চারজনের মধ্যে তিনজনকে হারিয়েছি আমরা।

এই দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ হলো, রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক এখনও ৪ লেনে উন্নীত হয়নি। এই সড়কে অবৈধ যান চলাচল করে। সরু রাস্তার কারণে যান চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আর এরই ফলশ্রুতিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এখন যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমি বা আপনি হারাতে পারি আমাদের আরেক প্রিয়জনকে। তাই আর নয় নিশ্চুপ থাকা। এখনই সময় আমাদের দাবি আদায়ের।

বক্তরা অবিলম্বে তাদের দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ