• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৩৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৩৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

এবারের মেলায় অদ্বৈত পুরস্কার পাচ্ছেন অধ্যাপক শান্তনু কায়সার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কালজয়ী উপন্যাসিক ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটায় দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পযর্ন্ত। এবারের মেলায় অদ্বৈত পুরস্কার পাচ্ছেন অধ্যাপক শান্তনু কায়সার (মরণোত্তর)। লেখালেখির পাশাপাশি অদ্বৈত গবেষক হিসেবে অসামান্য অবদানের জন্য তাকে মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হচ্ছে। তিনি ২০১৭ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।শান্তনু কায়সার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাজনমেঘ গ্রামের মুন্সীবাড়িতে ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা সিরাজুল হক ও মা মাকসুদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যায়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে অধ্যাপনাকে জীবনের ব্রত হিসেবে নেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসরের পর তিনি কুমিল্লা নগরীতে থাকতেন এবং লেখালেখিতে মনোনিবেশ করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৫টি। তিনি ২০১৪ সালে প্রবন্ধে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় পৌর এলাকার গোকর্ণঘাটে প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী মেলা উদ্বোধন করবেন বরেণ্য কথাশিল্পী ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে গ্রন্থমেলার আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদুস সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান।পুরস্কার কমিটির আহবায়ক কবি জয়দুল হোসেন জানান, এবারের মেলায় অদ্বৈত পুরস্কার-২০২৪ পাচ্ছেন অদ্বৈত গবেষক অধ্যাপক শান্তনু কায়সার (মরণোত্তর)। পুরস্কার হিসেবে থাকছে উত্তরীয়, সনদ ও নগদ ২৫ হাজার টাকা।এছাড়া তিনদিনব্যাপী এই বই মেলায় ভারত ও বাংলাদেশের কবি সাহিত্যিকরা অংশ নেবেন। ২০টি স্টলে বই বিক্রির পাশাপাশি মঞ্চে আলোচনা, কবিতা পাঠ, দলীয় আবৃত্তি, সংগীত পরিবেশন ও বাউল গান অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এই মেলা সাংস্কৃতিক উৎসবে রূপ নেবে বলেও আশা করছেন আয়োজকরা।