• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

শ্যামপুর চিনিকল চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রংপুর ব্যুরো: আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনে জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।৩০ জুলাই রোববার দুপুরে জেলা প্রশাসক মোবাশ্বের হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে আরডিআরএস ভবন চত্বরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাত করে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।স্মারকলিপি প্রদান শেষে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, দীর্ঘদিন পর শেখ হাসিনা রংপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন জনসভা থেকে যেন রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসকে পুনরায় চালু করে। প্রধানমন্ত্রী ঘোষণা দিলে এই এলাকার মানুষের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন শ্যামপুর চিনিকল মিলস নব উদ্যোমে চালু হবে।এসময় উপস্থিত ছিলেন, শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু, আখ চাষী সমিতির সভাপতি এমদাদুল হক প্রমুখ।