• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:৫০ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:৫০ (16-May-2024)
  • - ৩৩° সে:

শেখ রাসেল পার্কে দিনটি ছিল ছিন্নমূল-অস্বচ্ছল শিশু-কিশোরদের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ৯ বছরের সানজিদ ছুটির দিনে বাবার সাথে পার্কে এসেছে। এর আগে একাধিকবার পার্কে আসলেও টাকা না থাকায় ক্যাবল কারে চড়তে পারেনি। পার্কে বিনামূল্যে দুই দিনের জন্য ক্যাবল কারে চড়ার সুযোগ দেয়ার খবরে পার্কে এসে ক্যাবল কারে চড়ার সুযোগ পেল সে। ২১ অক্টোবর শনিবার বিকেলে শেখ রাসেল দিবস উপলক্ষে সানজিদের মতো আরও শত শত অস্বচ্ছল, ছিন্নমূল শিশু-কিশোর পার্কের আকর্ষণীয় রাইড ক্যাবল কারে চড়ার আনন্দে মেতে উঠে।  রাঙ্গুনিয়ায় শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কে শুক্র ও শনিবার দুই দিনের জন্য সুযোগটি দেয়া হয়। বনবিভাগ পরিচালিত এই পার্কের ক্যাবল কার (রোপওয়ে) দেশের দীর্ঘতম ক্যাবল কার।পার্কের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে পার্কটি উদ্বোধন করেন। ২০১৪ সালে চালু হয় ক্যাবল কার। পরে ২০২১ সালের ১৩ নভেম্বর বন্ধ হয়ে যায় ক্যাবল কার। গত মাসে নতুন রূপে চালু হওয়া ক্যাবল কার উদ্বোধন করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। নিয়ম অনুযায়ী পার্কে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্ক ২৩ টাকা ও শিশু সাড়ে ১১ টাকা করে নেয়া হয়। ক্যাবল কারে প্রাপ্তবয়স্ক ২৩০ টাকা ও শিশু  ১১৫ টাকা নেয়া হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান বলেন, দুই দিনে প্রায় এক হাজার অস্বচ্ছল শিশু-কিশোর ক্যাবল কারে চড়ার সুযোগ পায়। এসব শিশুদের মধ্যে এতিমখানার শিক্ষার্থীও ছিল। পার্কে তাদের সবার প্রবেশও বিনামূল্যে ছিল। এর আগে বুধবার পার্কে শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।