• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:

লাম্পি স্কিন ডিজিজ আতঙ্কে পাথরঘাটায় খামারিরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনায় পাথরঘাটায় গবাদি পশুর মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)। প্রতিদিনই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত গরুর সংখ্যা। এলএসডির প্রকোপ খামারি ও গৃহস্থদের কপালে এখন দুশ্চিন্তার ভাজ । সঠিক চিকিৎসার অভাবে বেশ কয়েকটি গরু ইতোমধ্যে মারা গেছে।উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের তথ্যানুসারে, উপজেলায় গরুর সংখ্যা প্রায় ৭৬ হাজার। এর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত রয়েছে প্রায় ১০ হাজার । প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত গরুর সংখ্যা ।১৩ আগস্ট রোববার উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখা গেছে বেশ কয়েকটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত গবাদি গরু চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। কথা হয় গরুর চিকিৎসার জন্য আসা খামারি মো. হানিফের সাথে। তিনি জানান, এ রোগে প্রথমে গরুর জ্বর আসে ও খাওয়া বন্ধ করে দেয়। পরে মুখ ও নাক দিয়ে লালা ঝড়া শুরু হয়, পা ফুলে যায়, শরীরের বিভিন্ন জায়গার চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে ।তিনি আরও বলেন, আমার ৪ টি গরুর মধ্যে ৩টি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এছাড়া আশপাশের অনেক বাড়িতেই গরুর এ রোগ দেখা যাচ্ছে । এ নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় আছি ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস বলেন, পাথরঘাটায় লাম্পি স্কিন ডিজিজ গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রাণিসম্পদ দফতরে যারা গরু নিয়ে আসছে তাদেরকে আমরা সাধ্যমত চিকিৎসা ও পরামর্শ দিচ্ছি। ঘাবড়ে না ‍গিয়ে কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত চিকিৎসা নিলে পশু দ্রুতই সুস্থ হয়ে যায়। বর্তমান সময়ে নতুনভাবে আক্রান্ত গরুর সংখ্যা তুলনামুলক কম। পুরাতন আক্রান্ত গরুগুলোকেই এখন বেশি চিকিৎসা দেয়া হচ্ছে। খামারীদের কাছে আমার পরামর্শ, না বুঝে পল্লী চিকিৎসকদের ভুল চিকিৎসা নেবেন না, এতে আপনার গরুর মৃত্যুর ঝুকি আরও বাড়বে।