• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৪:৪৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৪:৪৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

লাখো মোমবাতি জ্বালিয়ে ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরণ

নড়াইল প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও লাখো মোমবাতি জ্বেলে ভাষা শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী । আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ নানান আয়োজনে এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ঠিক ৬টা  ২০ মিনিট বাজার সাথে সাথে নড়াইল শহরের কুড়িগ্রামের কুড়িরডোব মাঠে একসাথে জ্বেলে দেয়া হয় লাখো মোমবাতি। একইসাথে ভাষা দিবসের ৭৩তম বার্ষিকীতে ৭৩টি ফানুষ উড়ানো হয়।‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এ শ্লোগানকে সামনে রেখে একুশের আলো উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। একুশের আলো উদযাপন পর্ষদের সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুন্ডু, শরফুল আলম লিটু, সাইফুর রহমান প্রমুখ।লাখো মোমবাতি জ্বলে উঠার সাথে সাথে ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঘণ্টাব্যাপী গণসংগীত শুরু হয়। এবার মাঠে শহীদ মিনার, বাংলা বর্ণমালা, পাখি ও বিভিন্ন ধরনের আল্পনার মাধ্যমে গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে ধরা হয়। অনুষ্ঠানটি মাছরাঙ্গা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। তিন শতাধিক পুলিশ ও সেচ্ছাসেবক মাঠের চারপার্শ্বের সার্বিক নিরাপত্তা রক্ষায় কাজ করেন। মোমবাতি প্রজ্জ্বলন দেখতে নড়াইল জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা হতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এটি ভাষা শহীদদের স্মরণে দেশের মধ্যে ব্যতিক্রমী এক আয়োজন অতীত থেকে নড়াইলের একটি ঐতিহ্যবাহী আয়োজন বলে মন্তব্য করেন আগত অনেকেই।জানা যায়, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৬ একরের বিশাল কুড়িরডোব মাঠে একুশের সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরনে ব্যতিক্রমী এ আয়োজনটি শুরু হয়। শহরের কুড়িগ্রামের শাহেদ আলী শান্ত, দীপক দ্যুতি সরকার, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার সৈয়দ ওসমান আলী, লাভলু বিশ্বাসসহ এলাকার আরও অনেক যুবক সম্মিলিতভাবে প্রথম দিকে স্বল্প পরিসরে এ মোমবাতি প্রজ্জ্বলন শুরু করে।