মেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ
ডেস্ক রিপোর্ট: শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ২৪ ক্যাটাগরির পদে মোট ১২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)পদসংখ্যা: ২বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তাপদসংখ্যা: ৩বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা৬. পদের নাম: অর্থ কর্মকর্তাপদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তাপদসংখ্যা: ২বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা৮. পদের নাম: অর্থ সহকারীপদসংখ্যা: ১বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)পদসংখ্যা: ৫বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)পদসংখ্যা: ৬বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসারপদসংখ্যা: ২বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা২০. পদের নাম: পেশ ইমামপদসংখ্যা: ১বেতন: মূল বেতন ২৩,৪৬০ টাকা২১. পদের নাম: মোয়াজ্জিনপদসংখ্যা: ১বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনারপদসংখ্যা: ৮০বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)পদসংখ্যা: ৪বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)পদসংখ্যা: ১বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকাযেভাবে আবেদনযোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে এই ওয়েবসাইটের (http://dmtcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।আবেদন ফি১-৬ এবং ৯-১৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং ৮ ও ২০-২৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।আবেদনের শেষ সময়৪ জুন, ২০২৫।