• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫১:১৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:
চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক

চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।৩০ জানুয়ারি শুক্রবার ভোরে মতলব উত্তর থানা পুলিশ সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ারপাড় এলাকায় সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বারের বসতঘরে অভিযান চালায়। এ সময় মো. সাকিল হোসেন (২৫) ও মোসা রিমা আক্তার (৩৪)কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।