• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও শপথ গ্রহণের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ল্যাম্বের উদ্যোগে শ্যামল বাংলা গ্রীন সবুজ প্রকল্প-২ এর আওতায় এসব কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে পার্বতীপুর পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, ল্যাম্বের ডিরেক্টর সিএইচডিপি উৎপল মিনজ্, শ্যামল বাংলা গ্রীন সবুজ প্রকল্প-২ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুস ছালাম, ওয়ার্কিং গ্রপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।এর আগে, পলিথিন ব্যবহার বন্ধের শপথ গ্রহণের পাশাপাশি শহরের সিঙ্গার মোড় এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পলিথিন ব্যবহারের কুফল ও নিজ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে জনগণের কাছে সচেতনামূলক বার্তা পৌঁছে দেন।