• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৩৫:০৮ (22-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৩৫:০৮ (22-Jul-2025)
  • - ৩৩° সে:

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বাড়ছে পানি বিদ্যুৎ উৎপাদন। ২০ জুলাই রোববার রাত পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর আগে চলতি বছরের ১৪ জুলাই সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ২২০ মেগাওয়াটে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, রোববার (২০ জুলাই) রাত ৮টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ৯৮.৭৮ ফুট (মীন সি লেভেল), যেখানে রুল কার্ভ অনুযায়ী এই সময় পানির স্তর থাকার কথা ৮৭.০৪ ফুট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট।উল্লেখ্য, ২৪২ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা সম্পন্ন কাপ্তাই কেন্দ্রটি পানি নির্ভর হওয়ায় সারা বছর ৫টি ইউনিট একযোগে চালু রাখা সম্ভব হয় না। তবে চলতি বছর মে মাসের শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ২ জুন থেকে কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হয়। এরপর ৯ জুলাই এবং ১৪ জুলাই দুই দফায় একযোগে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন হয় যথাক্রমে ২১২ এবং ২১৮ মেগাওয়াট। এই ধারাবাহিকতা বজায় রেখে রোববার উৎপাদন আরও বেড়ে ২২০ মেগাওয়াটে পৌঁছায়।