আমিরাতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে। আল খাইমাহ প্রদেশে এ টুর্নামেন্টের আয়োজন করে আল রামস প্রবাসী বাংলাদেশিরা।২৪ নভেম্বর শুক্রবার রাস আল খাইমাহ আল রামস স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম ওসমান আফলাতুন।আয়োজক কমিটির প্রধান রফিকুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হামিদ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দ্বিতীয় সচিব মানিক রঞ্জন বড়ুয়া।এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ জাফর চৌধুরী, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি সফিকুল ইসলাম, বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই'র সভাপতি কামাল হোসেন সুমন, ব্যারিস্টার আরফাত, মুহাম্মদ আকতার, জসিম উদ্দিন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আজিম, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ’র ক্রীড়া সম্পাদক জয়নুল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাস আল খাইমাহ বিভাগীয় সম্পাদক আলমগীর আলম, কমিউনিটি নেতা আবুল বাশার, সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যায়ন মহিন খোন্দকার।এ সময় সভাস্থলে উপস্থিত ছিলেন মুহাম্মদ আকতার, ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মুজিব গনি, আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি মঈনুদ্দিন ফারুখ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন টিপু, আব্দুল জলিল সোহেল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, মোহাম্মদ হেলাল, সালে আহাম্মেদ, নুরুল আলম প্রমুখ।শারজাহ ফুটবল ক্লাব বনাম রাশেদ নিয়াজ ফুটবল ক্লাবের মধ্যে উদ্বোধনী ম্যাচটি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৫-৪ গোলে রাশেদ নিয়াজ ফুটবল ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয় শারজাহ ফুটবল ক্লাব।