• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫২:০৮ (06-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫২:০৮ (06-May-2025)
  • - ৩৩° সে:

ফিরোজায় রান্নার দায়িত্বে জিয়াউর রহমানের বাবুর্চি 

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন। তাদের দেশা ফেরা উপলক্ষে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বিশেষ দায়িত্ব পেয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাবুর্চি।৬ মে মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি বলেন, জিয়াউর রহমান স্যারের সময় থেকে যিনি রান্না করতেন, তিনিই মঙ্গলবার রান্না করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত বাবুর্চিও তিনি।বাবুর্চি নির্ধারণ হলেও বিশেষ ভোজের মেন্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি শায়রুল কবির খান।এর আগে  কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। পথে পথে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রাস্তায় ভিড়ের কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে পুরো রুটজুড়ে।প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতে করেই তিনি লন্ডনে যান। একইভাবে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।